Sunday, March 26, 2023
spot_img
HomeUncategorizedসীমাবদ্ধতা

সীমাবদ্ধতা

নীল আকাশে সাদা মেঘের ভেলা

ভেসে যায়, দূরে বহু দূরে-

ইচ্ছে করে আমি ও উড়ে যাই

মেঘের সাথী হয়ে-এমনি করে।

আমি কী পারি?

ইচ্ছের মৃত্যু হয়-

আমার সীমাবদ্ধতার কাছে।

কখনও ভাবী-

পৃথিবীর বুকে আছে যত অভাবী-দুঃখীজন,

ঘুচিয়ে দেই সব, আখিঁজল মুছে-

তাদের ইচ্ছেগুলো করি পূরণ।

আমি পারি না,

আমি হেরে যাই

আমার দৈন্যতার কাছে।

কখনও মনে হয়-

ক্ষমতাবান হতাম যদি,

সব কিছু সাজাতাম মনের মতো করে

দেশে শান্তি না ফেরা অবধি।

আমি কিছুই পারি না,

আমি আবার হেরে যাই-

আমার দূর্বলতার কাছে।

ইচ্ছে করে-

আমি হব আলাদিন,

জাদুর চেরাগের দৈত্য এসে বলবে-

“প্রভু হুকুম দিন”।

আমি বলব-যাও,

অন্যায়-অবিচার, অভাব-অশান্তি

ধরা হতে কর বিলীন।

কোথায় জাদুর চেরাগ?

কে আলাদিন?

আমি ব্যর্থ হই,

আবারও হেরে যাই আমি

বাস্তবতার কাছে।

আমি বন্ধী…

আমার পায়ে বাস্তবতার বেড়ি,

আমার কিছুই করার নেই

আমি হুকুমের গোলাম,

বিশ্ব প্রভুর লাটাই হাতে-আমি ঘুড়ি,

সুতা টানলেই ফিরতে হবে তার কাছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments