আমি বাঙালী, বাঙালী আমি
বাংলায় আমি কথা বলি
বাংলার গাঁয়ের ছেলে আমি
বাংলায় আমার জন্মভূমি।
আমি বাঙালী, বাঙালী আমি
রাখাল ছেলের বন্ধু আমি,
কৃষকের ঘরের স্বজন আমি
ফুল বাগানের গন্ধ আমি
মৌমাছির মুখের মধু আমি
বাংলায় আমার জন্মভূমি।
আমি বাঙালী, বাঙালী আমি
পদ্ম নদীর জল আমি,
জেলের হাতের পলো আমি
সালাম, বরকত, রফিক জব্বাবের-
ছোট ভাই আমি,
কবির কবিতার ছন্দ আমি
শিল্পির হাতের তুলি আমি
বাংলায় আমার জন্মভূমি।
আমি বাঙালী, বাঙালী আমি
গাঁয়ের পথের ধূলো আমি
কর্মজীবি মানুষের ঘাম আমি
বাংলার মানুষের ছায়া আমি
বাংলায় আমার জন্মভূমি।
আমি বাঙালী, বাঙালী আমি
ভোরের সূর্যের আলো আমি
শীত সকালের চাদর আমি
শীত রাতের অগ্নি আমি
বাংলার মানুষের বন্ধু আমি,
ঘুমের ঘরে স্বপ্নেও বলি-
আমি বাঙালী, বাঙালী আমি।